Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৪-৩-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৩৯

শরবতে ঘুমের টেবলেট মিশিয়ে শিশু ধর্ষণ, গ্রেফতার ১ জন

শরবতে ঘুমের টেবলেট মিশিয়ে শিশু ধর্ষণ, গ্রেফতার ১ জন

সাঘাটা প্রতিনিধি ►

গাইবান্ধার সাঘাটায় উপজেলার কচুয়া ইউনিয়নে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ তুহিন মিয়া নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তুহিন মিয়াকে শনিবার বিকালে গাইবান্ধা আদালতে পাঠানো হয়েছে। সে সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের গাছাবাড়ী গ্রামের আমির উদ্দিনের ছেলে । 

পুলিশ ও স্থানীয়রা জানান, সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের গাছাবাড়ী গ্রামের শিশুটি তার পাশের বাড়ীর মাসুদ মিয়ার স্ত্রী শিল্পী নামের এক মহিলার শয়ন ঘরে বেড়াতে গেলে একই গ্রামের তুহিন মিয়া শরবতের সাথে ঘুমের টেবলেট মিশিয়ে অচেতন করে তাকে ধর্ষণ করে। স্থানীয়না বিষয়টি টের পেলে তুহিন পালিয়ে যায়। পরের দিন শুক্রবার দুপুরে শিশুটির পিতা সাঘাটা থানায় ধর্ষণের ঘটনাটি জানালে রাত ৯ টার দিকে অভিযুক্ত তুহিন মিয়াকে গ্রেফতার করেন পুলিশ। শিশুটি স্থানীয় একটি মাদরাসায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী। 

এই বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু মিয়া জানান, ধর্ষণের স্বীকার শিশুটির মেডিকেল পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রাথমিক তদন্তে ধর্ষণের প্রমাণ মিলেছে। এই ঘটনায় অভিযুক্ত তুহিনকে গ্রেফতার করে রোববার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad